স্কুল কোড : ৭৩০০, এমপিও : ৮৯০৩০১১৩০৪, থানা কোড : ৫৫২০, ইআইআইএন নং: ১২২৮৩২
Text size A A A
Color C C C C

শোকের মাস আগস্ট !!


শোকের মাস আগস্ট !!

১৯৭৫ সালের  এ মাসইে (১৫ আগস্ট) বাঙালি হারায় তাদরে হাজার বছররে শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানকে ।  আবার  ২০০৪ সালরে এ মাসেই  গ্রেনেড হামলা করে (২১ আগস্ট) জাতির জনকের  কন্যা আওয়ামী লীগ সভাপতি ও র্বতমান প্রধানমন্ত্রী শেখ  হাসিনাকে  হত্যার চেষ্ঠা  করা হয়। নিহত হন জ্যেষ্ঠ নেতা  আইভি রহমানসহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট মাস সকল শ্রেণি-পেশার মানুষের কাছে  শোকের  মাস।

১৯৭৫ সালরে আগস্টরে ১৫ তারিখে  কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকইে হত্যা করেনি,  তাদরে হাতে একে একে প্রাণ দিয়েছিলেন  বঙ্গবন্ধুর সহধর্মীনি  বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু  শেখ  রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর  এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে  বাঁচতে পারনেনি বঙ্গবন্ধুর সহোদর শখে নাসের, ভগ্নপিতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক  শেখ  ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিল সহ  পরবিারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।